ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সেলফিতে কপাল পুড়লো পুলিশ কনস্টেবলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
সেলফিতে কপাল পুড়লো পুলিশ কনস্টেবলের

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর  সঙ্গে সেলফি তুলতে গিয়ে রবিউল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত হয়েছেন।

শনিবার (০৪ মার্চ) সকালে বরিশাল সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রিজার্ভ পরিদর্শক (আরআই) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

রবিউল ইসলাম বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তাকে মন্ত্রীর প্রটোকলের দায়িত্ব দেওয়া হয়েছিলো।

জানা যায়, বরিশাল সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠান চলাকালে রবিউল মন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে যান। এতে মন্ত্রী বিব্রত হন।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, একটি অনাকাঙ্খিত ঘটনা। তবে কনস্টেবল রবিউল পুলিশ লাইনের ফোর্স। যার কারণে বিষয়টি তিনি ভালোভাবে জানতে পারেননি।

বাংলা‌দেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএস/এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।