ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
উল্লাপাড়ায় ট্রাকচাপায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় আহত কলেজ ছাত্র নিতাই কুমার ভৌমিক (২৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

নিতাই কুমার ভৌমিক উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের গ্রাম অমূল্য কুমার ভৌমিকের ছেলে এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স (হিসাব বিজ্ঞান) বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র।

শনিবার (০৪ মার্চ) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা বাবলু কুমার ভৌমিক বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, শুক্রবার (৩ মার্চ) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালক সাইফুল ও স্কুলছাত্র আকাশ কুমার নিহত হয়। এ ঘটনায় কলেজ ছাত্র নিতাইসহ ২ জন আহত হন।

আহতদের মধ্যে নিতাই কুমার ভৌমিককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছিলো। শনিবার রাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।