ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
পাবনায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

পাবনা: পাবনা-ঈশ্বরদী মহাসড়কে বালু বোঝাই ট্রাক সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রুমা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।

রুমা খাতুন ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের সাজু প্রামানিকের মেয়ে।

শনিবার (০৪ মার্চ) দিবাগত রাত ১০ টার দিকে মহাসড়কের দাশুড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে বলেন, ঈশ্বরদী ইপিজেডে কর্মরত নারী রাতে কাজ শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় দাশুড়িয়া মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুমা খাতুনের মৃত্যু হয়।

এসময় অটোরিকশা থাকা আরও ৩ যাত্রী আহত হন। তারা হলেন-ঈশ্বরদী উপজেলার দক্ষিণ নারিচা ভাটপাড়ার আশু প্রামানিকের মেয়ে সেলিনা খাতুন (৩০), একই এলাকার ছালমা খাতুন (২৮) ও নাটোরের রাজাপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী রুনা আকতার (২৮)।

আহতদের তাংক্ষণিক উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।