আটক নবী আলম পৌর এলাকার সবুজবাগ গ্রামের দুদু বেপারীর ছেলে।
শনিবার (০৪ মার্চ) দুপুর ১টার দিকে শহরের এয়ারপোর্ট এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করে টাঙ্গাইল র্যাব-১২ এর সদস্যরা।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে মো. নবী আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে সাড়ে তিন’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছিলো বলে জানান র্যাব কমান্ডার।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ওএইচ/