ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ডিশ সংযোগকর্মী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মাধবপুরে ডিশ সংযোগকর্মী খুন

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়ক থেকে দুলাল মিয়া (৩২) নামে এক ডিশ সংযোগকর্মী খুন হয়েছেন। শনিবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ছাতিয়াইন এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। দুলাল উপজেলার ছাতিয়াইন গ্রামের আছান মিয়ার ছেলে।



 

ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, খবর পেয়ে আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।