রোববার (০৫ মার্চ) ভোরে টঙ্গীর মিলগেট এলাকার ৫টি ঝুট গোডাউনে ও শনিবার (০৪ মার্চ) দিবাগত রাত ১টার দিকে জয়দেবপুর বাজার এলাকায় একটি মসলার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোরশেদুল ইসলাম জানান, রোববার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিলগেট নামাবাজার এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে।
অপরদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, শনিবার দিবগত রাত ১টার দিকে জয়দেবপুর বাজার মুক্তমঞ্চের পাশে শাহিন মিয়ার মসলার দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানে থাকা মসলা ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মশার কয়েল কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
আরএস/বিএস