তিনি বলেন, বিএনপি ও খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলে নির্বাচন ভণ্ডুল করার চক্রান্ত করছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচিত সরকারের অধীনেই হবে।
রোববার (০৫ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, গত নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের ফরর্মুলা দেওয়া হয়েছিলো। কিন্তু বিএনপি সেটা প্রত্যাখ্যান করেছিলো। আবার যখন তারা নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলে তখন মনে হয় তারা নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। নির্বাচনের সময় একটি অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়ে তারা নির্বাচনকে ভণ্ডুলের চক্রান্ত করতে চায়। আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কোনো চক্রান্তের কাছে আর পরাজিত হবে না।
তথ্যমন্ত্রী আরও বলেন, এদেশে আর রাজাকার ও মুক্তিযোদ্ধার মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা হবে না। মুক্তিযোদ্ধারাই এ দেশে খেলবে। রাজাকার মুক্তিযোদ্ধা মিলমিশের তত্ত্ব চিরতরে কবর দিতে হবে। অতীতে যেভাবে দ্বিজাতি তত্ত্বের কবর দিয়েছিলাম। জঙ্গি ও জঙ্গির সঙ্গীদের বিচার ও দমনে কোনো ছাড় দেওয়া হবে না। জঙ্গি দমনে, দারিদ্র্য ও লিঙ্গবৈষম্য দূর করতে শূন্য সহিষ্ণুনীতি (জিরো টলারেন্স) অনুসরণ করতে হবে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসকে/এমজেএফ