ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ঢাকাসহ বিভিন্নস্থানে বৃষ্টি, ছবি: সুমন শেখ, ভিডিও: শাকিল আহমেদ

ঢাকা: পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে।

রোববার (০৫ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বারিধারা, মীরপুর ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে জানমালের ক্ষতির খবর পাওয়া গেছে বিভিন্নস্থানে।

এরমধ্যে বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।    
 
সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভোলায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া বরিশাল ও শ্রীমঙ্গলে ১১ মিলিমিটার করে, বগুড়ায় ২ মিলিমিটার, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, মাইজদী কোর্ট, ফেনীতে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।
 
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রুহুল কুদ্দুস সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, থেমে থেমে কয়েক দিন বৃষ্টি হবে। এসময় সাধারণত শিলাবৃষ্টি এবং বজ্রবৃষ্টি হয়ে থাকে। আগামী কয়েক দিন এ অবস্থা বিরাজ করবে।

রোববার সন্ধ্যায় রাজধানীতে তাপম‍াত্রা ছিলো ২৩ ডিগ্রি সেলসিয়াস। আরো বৃষ্টি হলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমআইএইচ/আইএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।