ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের পর রোববার (৫ মার্চ) দুপুরে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানোরের সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন তাকে এই সাজা দেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম বাংলানিউজকে জানান, মাদ্রাসায় যাতায়াতের পথে ফারুক প্রায়ই ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করতো। ফারুকের পরিবারকে একাধিকবার তা জানিয়েও কোনো ফল পায়নি ভুক্তভোগী পরিবার।
শনিবার বিকেলে ফারুক আবারও ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসএস/এইচএ/