ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

প্লট বরাদ্দে অনিয়মের মামলায় হাসেমপুত্র রুবেলকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
প্লট বরাদ্দে অনিয়মের মামলায় হাসেমপুত্র রুবেলকে নোটিশ

ঢাকা: প্লট বরাদ্দে অনিয়মের মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের ছেলে আশফাক আজিজকে (রুবেল) দুদকে হাজির হতে নোটিশ পাঠিয়েছে কমিশন।
 
 

রোববার (০৫ মার্চ) রাতে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
 
তিনি জানান, প্লট বরাদ্দে অনিয়ম মামলার তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম আগামী ১৫ মার্চ রুবেলকে দুদকে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে উল্লেখিত তারিখে রুবেলকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
 
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
 
মামলার আসামিরা হলেন- ইকবাল উদ্দিন চৌধুরী, রাজউকের সাবেক পাঁচজন সদস্য (বর্তমানে অবসরপ্রাপ্ত) এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও রেজাউল করিম তরফদার এবং দুই ভাই শওকত আজিজ ও আশফাক আজিজ।
 
মামলার তদন্তের দায়িত্ব রয়েছেন কমিশনের উপপরিচালক মির্জা জাহিদুল আলম।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।