রোববার (৫ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোমবার (৬ মার্চ) বিকেল ৩টায় লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, ১৪ মার্চ প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর আসছেন। তার আগমন আমাদের জন্য আনন্দের। ওই দিন মেঘনার ভাঙন থেকে কমলনগর রক্ষায় মাত্র এক কিলোমিটার বাঁধ যথেষ্ট নয়, আরও ৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করে কমলনগর উপজেলাকে রক্ষা করার জোর দাবি জানাবো প্রধানমন্ত্রীর কাছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রোববার (৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তাফা খালেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ