ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ঘূর্ণিঝড়ে আহত শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ভোলায় ঘূর্ণিঝড়ে আহত শিশুর মৃত্যু

ভোলা: ভোলা সদরের ইলিশা গ্রামে ঘূর্ণিঝড়ে ঘরের টিনের চালার নিচে চাপা পড়ে আহত রাজিব ওরফে রুমির (১৩) মৃত্যু হয়েছে।

রোববার (০৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুমি স্থানীয় কামাল হোসেনের ছেলে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে ঘূর্ণিঝড়ে ঘরের টিনের চালার নিচে চাপা পড়ে পেট কেটে যায় রুমির। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঝড়ে ইলিশা গ্রামের বেশ কিছু বাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া সদরের ধনিয়া ইউনিয়নের ধরিরাম শংকর ও বলরামসুরা গ্রামে শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়। সেখানে আহত হন পাঁচজন। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।