ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে দুদকের অভিযান

ঢাকা: দুর্নীতি প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর তেজগাঁওয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৬ মার্চ) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, দুদকের পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে বিভিন্ন দুর্নীতির তথ্য রয়েছে কমিশনের কাছে।  

এছাড়া প্রতিষ্ঠানটিতে নিয়ম-শৃঙ্খলা অনুসরণ করে কাজ করা হয় কি-না তাও খতিয়ে দেখবে অভিযানে অংশ নেওয়া দুদকের টিমটি।

অভিযানের বিষয়ে দুদকের পরিচালক মো. বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, বেলা পৌনে ১১টায় তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পৌঁছান। সংস্থাটিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। যার ভিত্তিতে সোমবার সরকারি সংস্থাটিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।  

সরকারি সব প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধে সম্প্রতি ১৯টি টিম গঠন করে দুদক। এরইমধ্যে সরকারি বিভিন্ন সংস্থায় অভিযানও চালিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা,মার্চ ০৬,২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।