ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
কালীগঞ্জে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে আজিজুল হক (৫০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। সোমবার (০৬ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। আটক আজিজুল হক হরিণাকুণ্ড উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, আজিজুল হক তেঘরিহুদা গ্রামে নাশকতা চালানোর জন্য অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেসময় তার কাছ থেকে একটি শ্যুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।