ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে লেবুখালী সেতু নির্মাণের ক্রেন ভেঙে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
পটুয়াখালীতে লেবুখালী সেতু নির্মাণের ক্রেন ভেঙে শ্রমিক নিহত পটুয়াখালীতে লেবুখালী সেতু নির্মাণের ক্রেন ভেঙে শ্রমিক নিহত

পটুয়াখালী: পটুয়াখালীতে একটি সেতু নির্মাণ কাজের ক্রেন ভেঙে মো. সোহেল (৩৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে দুমকি উপজেলার পায়রা নদীর ওপর লেবুখালী সেতুর নির্মাণ কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

সোহেল মানিকগঞ্জের বাসিন্দা বলে বাংলানিউজকে জানিয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন।

অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় রমজান (৩৪) নামে আরও এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ব্রিজ নির্মাণ কোম্পানির গাড়ি চালক মো. কামরুল বাংলানিউজকে জানান, সকালে ব্রিজের কাজে ক্রেন ব্যবহৃত হচ্ছিল। এসময় ক্রেন ভেঙে চার শ্রমিক আহত হন। আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. সোহেলকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭ অপডেট: ১৩৪৭ ঘণ্টা
এমএস/এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।