ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনকালে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনকালে শ্রমিকের মৃত্যু ফারুক মিয়া উপজেলার উত্তর রনিখাইয়ের চটকনা বাজারের আজিজুল মিয়ার ছেলে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ফারুক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উৎমা সীমান্তের মাঝেরগাঁওয়ে হাশেম মিয়ার গর্ত থেকে উত্তোলনের সময় পাথরচাপায় তার মৃত্যু হয়।

ফারুক মিয়া উপজেলার উত্তর রনিখাইয়ের চটকনা বাজারের আজিজুল মিয়ার ছেলে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন। তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।