ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ প্রয়াত আব্দুল জলিলের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নওগাঁ: বর্তমান নির্বাচন কমিশন শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান কমিশনের অধীনে সব নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে। ইতোমধ্যেই কমিশনের সদস্যরা তা প্রমাণ করেছেন।

সোমবার (৬ মার্চ) দুপুরে নওগাঁয় প্রয়াত আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানি না মানবো না এ কথা বলে বিএনপির আর লাভ হবে না।

শেষ পর্যন্ত তাদের নির্বাচনে আসতেই হবে। তারা নির্বাচনে না এলে আগামীতে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

নওগাঁয় এসে শুরুতেই তিনি প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও দোয়া করেন। এসময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এমপি, খায়রুজ্জামান লিটন, শহীদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র  মজুমদার এমপি, সলিম উদ্দিন তরফদার এমপিসহ স্থানীয় অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।