ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ বাস বন্ধে নিউমার্কেট এলাকায় অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
মেয়াদোত্তীর্ণ বাস বন্ধে নিউমার্কেট এলাকায় অভিযান চলছে নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ অভিযান

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন বাস চলাচল বন্ধে নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন বিআরটিএ‘র আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে নিউমার্কেট এলাকায় গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে থেকে অভিযান শুরু হয়।

বেলা ১১টা থেকে শুরু হওয়া অভিযানে বৈধ লাইসেন্স না থাকায় বিকল্প সিটি সার্ভিস, সেফটি ও নিসর্গ পরিবহনের তিনটি বাসকে মামলা দিয়ে ইতোমধ্যে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

রোববার (৫ মার্চ) থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান দ্বিতীয় দিনের মতো নিউমার্কেট, ভিক্টোরিয়া পার্ক ও নটরডেম কলেজের সামনে পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং ঢালা জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।