সোমবার (৬ মার্চ) পৃথক পৃথক অনুষ্ঠান ও বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আমির হোসেনের (৭৭) মৃত্যু হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, আমির হোসেনের মৃত্যুতে দেশ একজন প্রতিথযশা সাংবাদিককে হারালো, যা সহজে পূরণ হবার নয়।
মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে, সচিবালয়ে একটি কর্মসূচিতে বক্তৃতাকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও শোক প্রকাশ করেন আমির হোসেনের মৃত্যুতে। তিনি এসময় একাত্তরে নিজেদের একসঙ্গে দিনযাপনের স্মৃতিচারণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসজে/ওএইচ/এইচএ/