ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আদিবাসীদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
রাজশাহীতে আদিবাসীদের অবস্থান কর্মসূচি রাজশাহীতে আদিবাসীদের অবস্থান কর্মসূচি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৬ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর কোর্ট শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন আদিবাসী সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেত‍ারা। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদাফার্মের আদিবাসী ও বাঙালিদের ওপর হামলার নিন্দা জানান।

এছাড়া দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

সংগঠনের সভাপতি বিমল চন্দ্র রাজোয়ারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন-জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর সভাপতি সুমিলা টুডু, তানোর থানা সভাপতি কর্নেলিউস মার্ডি, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা যুগ্ম-আহ্বায়ক হুরেন মুরমু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।