ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার

রাজশাহী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (০৭ মার্চ) রাজশাহী আসছেন। 

সোমবার (০৬ মার্চ) বিকেলে এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলায় পবা থানার নতুন ভবন উদ্বোধন করবেন।

বিকেলে শাহ মখদুম থানার নতুন থানা ভবন উদ্বোধন করবেন।  

পরদিন বুধবার (০৮ মার্চ) মন্ত্রী রাজশাহীর মাদ্রাসা ময়দানে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।  

এদিনই মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।