সোমবার (০৬ মার্চ ) বিকেলে প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন- নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাবান মাহমুদসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতা-কর্মীরা।
আমির হোসেন সর্স্পকে সাংবাদিক নেতারা বলেন, আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি।
এর আগে বিকেল পৌনে তিনটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া হাউজ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসটি/ওএইচ/এমজেএফ
** মিডিয়া হাউজ প্রাঙ্গণে আমির হোসেনের জানাযা সম্পন্ন
** ডেইলি সান সম্পাদক আমির হোসেনের ইন্তেকাল