সোমবার (০৬ মার্চ) বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ভারত সীমান্ত সংলগ্ন কালিন্দী নদী থেকে এ জাল উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের পেটি অফিসার শাফিকুর রহমান বাংলানিউজকে জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসএইচ