ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
পুঠিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহের অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নাসিরা বেগম (৪৫) নামের ওই গৃহবধূ প্রায় দুইমাস ধরে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। নাসিরা রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের মৃত ইকবাল হোসেনের স্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেন পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, প্রায় দুই মাস আগে বাড়িতে রান্না করার সময় অগ্নিদগ্ধ হন নাসিরা বেগম।

এতে তার মুখ ও মাথা ছাড়া শরীরের প্রায় ৮০ ভাগ অংশ ঝলসে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তার মেয়ে হামিদা খাতুনের কাছে বিকেলে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহানগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এসআই মনির হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।