ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ৭১ সাঁওতালের জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
গোবিন্দগঞ্জে ৭১ সাঁওতালের জামিন

গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও মিল কর্তৃপক্ষের দায়ের করা চার মালমায় ৭১ জন বাঙালি ও সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও মিল কর্তৃপক্ষের সঙ্গে বাঙালি ও সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ১২২ জন বাঙালি ও সাঁওতালদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে পুলিশ ও মিল কর্তৃপক্ষ।
 
এ চার মামলায় ৭১ জন ২০১৬ সালের ২২ ডিসেম্বর উচ্চ আদালত জামিনের আবেদন করেন। আদালত তাদের ছয় সপ্তাহের (৪২ দিন) জামিন মঞ্জুর করে নিন্ম আদালতে আত্মসর্মপণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতো ৭১ জন আদালতে জামিনের জন্য আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।