সোমবার (৬ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও মিল কর্তৃপক্ষের সঙ্গে বাঙালি ও সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ চার মামলায় ৭১ জন ২০১৬ সালের ২২ ডিসেম্বর উচ্চ আদালত জামিনের আবেদন করেন। আদালত তাদের ছয় সপ্তাহের (৪২ দিন) জামিন মঞ্জুর করে নিন্ম আদালতে আত্মসর্মপণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতো ৭১ জন আদালতে জামিনের জন্য আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ