সোমবার (০৬ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে মহাখালীতে অবৈধ দখল উচ্ছেদ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন মন্ত্রী।
সভায় মহাখালীতে একটি এক হাজার শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, অটিজম ইনস্টিটিউটসহ কয়েকটি নতুন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে বলেও জানানো হয়।
দীর্ঘ কয়েক দশক ধরে অবৈধ দখলে থাকা জমি উচ্ছেদের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় রাজনৈতিক নেতারা সম্পৃক্ত করার জন্যও মন্ত্রী এসময় নির্দেশ দেন।
বৈঠকে প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ র্যাব, পুলিশ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, পূর্ত এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএন/এসএইচ