ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীর ৭তলা বস্তি উচ্ছেদে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
মহাখালীর ৭তলা বস্তি উচ্ছেদে কমিটি

ঢাকা: রাজধানীর মহাখালীতে আলোচিত সাত তলা বস্তি উচ্ছেদে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য অধিদপ্তরের বেদখল হওয়া জমি পুনরুদ্ধার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় তা সুপারিশ আকারে পেশ করার জন্যে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (০৬ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে মহাখালীতে অবৈধ দখল উচ্ছেদ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন মন্ত্রী।

সভায় মহাখালীতে একটি এক হাজার শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, অটিজম ইনস্টিটিউটসহ কয়েকটি নতুন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে বলেও জানানো হয়।

এ লক্ষ্যে সব অবৈধ-দখল উচ্ছেদে সহায়তা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার, পূর্ত এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন মন্ত্রী।

দীর্ঘ কয়েক দশক ধরে অবৈধ দখলে থাকা জমি উচ্ছেদের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় রাজনৈতিক নেতারা সম্পৃক্ত করার জন্যও মন্ত্রী এসময় নির্দেশ দেন।

বৈঠকে প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ র‌্যাব, পুলিশ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, পূর্ত এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।