সোমবার (৬ মার্চ) রাত ৯টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটির মেশিন ও বেশ কিছু মাল পুড়ে যায়।
ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় সিনহা ওপেক্স গ্রুপের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় কাটিং সেকশনে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিনহা ওপেক্স গ্রুপের উৎপাদন কর্মকর্তা (প্রোডাকশন অফিসার) জসিমউদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টায় কারখানার কাটিং সেকশন ছুটি ঘোষণা করা হয়। পরে রাত সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে তদন্ত কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
আরআইএস/টিআই