ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ভান্ডারিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জালাল হাওলাদার (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল হাওলাদার উপজেলার উত্তর পৈকখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জালাল হাওলাদরকে ফোন করে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেলিম চৌকিদারের বাড়ির পাশের মাঠে জালালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বত্তরা। স্থানয়ীরা জালালকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী পারুল বেগম বাংলানিউজকে জানান, পাশ্ববর্তী সরদার পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মারুফের সঙ্গে জালালের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিলো।

এ ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও তিনি জানান।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামন তালুকদার বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশও তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।