সোমবার (৬ মার্চ) রাত ১১ টার দিকে ফেনী সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
একবছর কারাদণ্ড প্রাপ্ত হলেন মাদক ব্যবসায়ী হলেন মো. ইলিয়াস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের বিরিঞ্চির এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটকের পর এই শাস্তি দেওয়া হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএ/টিআই