ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ফেনীতে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

ফেনী: ফেনী সদর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে একবছরের কারাদণ্ড এবং আরও চারজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ মার্চ) রাত ১১ টার দিকে ফেনী সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

একবছর কারাদণ্ড প্রাপ্ত হলেন মাদক ব্যবসায়ী হলেন মো. ইলিয়াস।

আর অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- আবু আল সাইয়ীদ, হৃদয় আলম, মো. রুস্তম ও সেলিম চৌধুরী। এই চারজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের বিরিঞ্চির এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটকের পর এই শাস্তি দেওয়া হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএ/টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।