ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক সুরক্ষায় মানবাধিকার কমিশনকে ভূমিকা রাখার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
সাংবাদিক সুরক্ষায় মানবাধিকার কমিশনকে ভূমিকা রাখার আহ্বান সেমিনারে বক্তারা, ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিকদের সুরক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আর্টিকেল ১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান।

সোমবার (০৬ মার্চ) এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এ আহ্বান জান‍ান।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে ‘মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে।

তাহমিনা রহমান বলেন, ৫১ সাংবাদিক ও অনলাইন অ্যাকটিভিস্ট হত্যার মধ্যে কেবল দুইটি হত্যার বিচার হয়েছে নিম্ন আদালতে। অন্যদিকে বেশিরভাগ মামলাই এখনো তদন্ত পর্যায়ে যার মধ্যে ১৫-২০ বছরব্যাপী পুরনো হত্যা মামলাও রয়েছে।

সব সাংবাদিক হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ পাঁচবছর পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যাকাণ্ডে চার্জশিট দেওয়া হয়নি। ন্যায়বিচার তো দূরের কথা।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান তাহমিনা রহমান।

আর্টিকেল ১৯ সব সময়ই সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে সোচ্চার বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলেরও দাবি জানান তাহমিনা। তার মতে এ ধারাটি মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।
 
ব্লাস্ট এর অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেনের সঞ্চালনায় সেমিনারটিতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।