সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির রোড নং-১৪, বাড়ি নং ৬/এ, ফ্ল্যাট ডি/১ থেকে রঞ্জিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত ১টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মৃত রঞ্জিতা গত ৩ বছর ধরে গৃহকর্তা ডা. শাফায়েতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। বাসার লোকজন বলছে, রঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া রঞ্জিতার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার আনিসুর রহমানের মেয়ে মৃত রঞ্জিতা।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এজেডএস/টিআই