ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
কালীগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৩০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ্ মিয়া কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার আজিজুল হকের ছেলে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকবুল হোসেন বাংলানিউজকে জানান, অভিনব কায়দায় ভ্যান গাড়ির নিচে বিশেষ বক্সে ফেন্সিডিল পাচার হচ্ছে বলে আমাদের কাছে একটি খবর আসে। পরে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে থানা পুলিশ উত্তর বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্যান গাড়িটি আটক করে।

তিনি বলেন, এ সময় ভ্যানের ভিতরের বিশেষ বাক্সটি তল্লাশি চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ্ মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।