সোমবার (০৬ মার্চ) সন্ধ্যায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
সুমন হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের আজিজুল হকের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে জানান, ওই ছাত্রীটি সকালে হোগলা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে সুমন তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় স্থানীয়দের মাধ্যমে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএ/টিআই