ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে জুয়াড়িদের হামলায় ১০ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
নবাবগঞ্জে জুয়াড়িদের হামলায় ১০ পুলিশ আহত আহতদের একজন, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ বোয়ালমারী গ্রামের করোতয়া নদীর তীরে জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার  (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান রয়েছেন।

দিনাজপুর পুলিশের বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর বাংলানিউজকে জানান, জুয়াড় খেলার আসর লক্ষ্য করে পুলিশের অভিযান চালানোর সময় জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামানসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।