কুয়াশাচ্ছন্ন রাজধানী, ছবি: দীপু মালাকার
ঢাকা: বসন্তের মৃদু বাতাসের সঙ্গে রাজধানী হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। গত দুইদিন ঢাকাসহ সারাদেশে দফায়-দফায় ফাল্গুনি বৃষ্টির পর এ কুয়াশা যেন শীতের আবহ অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (৭ মার্চ) ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন লক্ষ্য করা যায় ঢাকাসহ এর আশপাশ এলাকা। ফজর নামাজের আজান শুনে মসুল্লিদের কুয়াশা ভেদ করে মসজিদের দিকে ছুটতে দেখা যায়।
এছাড়া প্রাতঃভ্রমণে বের হয়েও অনেকে আজ কুয়াশার মুখোমুখি হয়েছেন।
রাস্তাপাশে গাছের পাতা ও বৈদ্যুতিক তারে শিশির ফোঁটার সারি লক্ষ্য করা যায়। ক্ষাণিক পরপর জমাট বাধা শিশির বিন্দু মাটিতে পড়ার আওয়াজে মৃদু ঠান্ডায় কেঁপে উঠে শরীর। এই তো ষড়ঋতুর দেশ, রূপে অপরূপ অনিন্দ্য সুন্দর বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।