ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে আগুনে পুড়ে গেছে ৮০ ঘর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
হাজারীবাগে আগুনে পুড়ে গেছে ৮০ ঘর

ঢাকা: রাজধানীর হাজারীবাগের কাল‍ুনগর মিয়াবাড়ী বস্তিতে আগুন লেগে ৮০টি ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ আগুন লেগেছে। এতে ৮০টি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।