ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

মৎস্যান্যায়!! (ফটোস্টোরি)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
মৎস্যান্যায়!! (ফটোস্টোরি) মিনিবাসের নিচে চাপা পড়েছে রিকশা

রাজধানীর সড়কগুলোতে মিনিবাসের রাজত্ব। এর চালকেরা থোড়াই পাত্তা দেয় অন্য যেকোনো বাহনকে। ট্রাক-কাভার্ডভ্যানগুলোর দিনের বেলা চলার অনুমতি নেই। তখন মিনিবাসগুলোই দাবড়ে বেড়ায় রাস্তাজুড়ে।

এ অবস্থায় একে ধাক্কা, ওকে চাপা, নিজের লেন রেখে অন্যের লেন ব্যবহার এসব চলতে থাকে। প্রাইভেটকারের চালকেরা সারাক্ষণ তটস্থ থাকেন কখন ধাক্কা খেতে হয়।

এরই ফাঁক-ফোঁকর গলিয়ে চলে রিকশাগুলো। কিছুটা খামখেয়ালিও চলে। যার ফলে যখন তখন ঘটে রিক্সাগুলো চাপা খায় বাসের তলায়। এমনটা অহরহই ঘটে।
মিনিবাসের নিচে চাপা পড়েছে রিকশা

মিনিবাসের নিচে চাপা পড়েছে রিকশা


কিন্তু রাজধানীর মিরপুর-১৪ নম্বরে মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে সেদৃশ্য এড়ায়নি বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুরের ক্যামেরার চোখে। চলতি পথে পটাপট তিনটি ক্লিকে ধারণ হয়ে যায় সে দৃশ্য।
মিনিবাসের নিচে চাপা পড়েছে রিকশা

মিনিবাসের নিচে চাপা পড়েছে রিকশা


রিক্সাচালক সাইফুলের বেচারা অসহায় তাকিয়ে থাকাকে থোড়াই কেয়ার করে বাসচালক কামাল দ্রুত পগার পাড়। উৎসুক জনতা তাকিয়ে তাকিয়ে দেখলো বটে। কিন্তু কেউ একজন বলে উঠলো- মৎস্যান্যায়!

বাংলাদেশ সময় ১৬২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএমকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।