ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

ফেনীতে শিলা বর্ষণ, ফসলের ক্ষতির শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ফেনীতে শিলা বর্ষণ, ফসলের ক্ষতির শঙ্কা ফেনীতে শীলা বর্ষণ, ফসলের ক্ষতির শঙ্কা-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে ঝড়ো বাতাসের সঙ্গে ভারি শিলার বর্ষণ হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার পৌর শহর, ছনুয়া, ফরহাদ নগর, সোনাগাজীসহ বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে শিলা বর্ষণ হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলা কৃষি সম্প্রসারণ অফিস।

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মিঠুন ভৌমিক বাংলানিউজকে জানান, অসময়ের এ শিলা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বোরোর আবাদ।

অপরদিকে, সবজিরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এখনও মাঠে ৬শ’ হেক্টর জমির সবজির ফসল ওঠার বাকি। সবজির মধ্যে রয়েছে, শসা, ক্ষিরা, মিষ্টি কুমড়া ও বেগুনসহ নানা ধরনের রবি শস্য। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমের ফলন। যেসব গাছের মুকুলে গুটি এসেছে তা ঝরে যাবে বা নষ্ট হয়ে যাবে।
ফেনীতে শীলা বর্ষণ, ফসলের ক্ষতির শঙ্কা-ছবি: বাংলানিউজফেনী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা আবদুল কাদের বাংলানিউজকে জানান, বৃষ্টির পরিমাণ বেশি না হলেও শিলা পড়েছে অনেক। যার কারণে ফসলের ক্ষতি হতে পারে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ