ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ডোমারে ট্রাকচাপায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ডোমারে ট্রাকচাপায় শিশু নিহত

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় সালাম ইসলাম (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সালাম সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বড়রাউতা পাড়ার সাইফুল ইসলামের ছেলে।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় ফুলকুড়ি কিন্ডার গার্টেন স্কুলে যাচ্ছিল সালাম। পথে সদর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হওয়ার সময় ডোমার শহর থেকে আসা একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ট্রলির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই ত‍ার মৃত্যু হয়।

ঘাতক ট্রাক ও ট্রলিকে আটক করা গেলেও চালকরা পালিয়ে গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।