বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ ময়মনসিংহের নন্দাইল থানার চরভেলমারি এলাকার হেলাল সিকদারের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, সকালে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি রিয়াজকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকার তায়রুন নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়াজের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরএস/আরআর/টিআই