বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- রিপন মিয়া, নুর আলম, দিদার, রাশেদ, জহিরুল ইসলাম ও ইউছুফ।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ৩টা থেকে বুধবার (৮ মার্চ) সকাল ৭টা পর্যন্ত মেঘনা নদীর বাতিরঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জাটকাসহ প্রায় চার ঝুড়ি (১৫০ কেজি) মাছ ও চার হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদনে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/