ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নারী দিবসে মহিলা ফোরামের শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বগুড়ায় নারী দিবসে মহিলা ফোরামের শোভাযাত্রা বগুড়ায় নারী দিবসে মহিলা ফোরামের শোভাযাত্রা- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। বুধবার (০৮ মার্চ) দুপুরে শহরের সাতমাথায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংগঠনের জেলা শাখার সংগঠক আকলিমা বেগমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সম্পা বেগম, মঞ্জুয়ারা বেগম, রাধা রানী বর্মন, সুমি রায়, মুক্তা আক্তার মীম প্রমুখ বক্তব্য রাখেন।


 
এ সময় বক্তারা বলেন, নারী দিবস ঘোষণার পরেও দেশের নারীরা রাষ্ট্রীয়ভাবেই সম্মান অধিকার পান না। নারী শ্রমিকদের সব কাজে সমমজুরি আইন থাকলেও বাস্তবায়ন নেই।
 
অন্যদিক বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ খসড়া পাস হয়েছে। যা নারীদেরকে বেগম রোকেয়ার সময় থেকেও পিছিয়ে দেবে বলেও মন্তব্য করেন বক্তারা।
 
তাই নারী নির্যাতন প্রতিরোধ, নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে সাম্যসমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাই শামিল হওয়ার আহ্বান জানান বক্তারা।    
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।