বুধবার (৮ র্মাচ) সকাল সোয়া ১১টার দিকে উপজেলা পৌর শহরের গড়কান্দা এতিমখানা এলাকার নিজবাসা থেকে তাকে আটক করা হয়। জনি উপজেলার গড়কান্দা এলাকার মোকবুল হোসেন ওরফে কাইল্লা মুকুলের ছেলে।
র্যাব ১৪ এ কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ হাতে-নাতে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও তিনি জানান। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ