ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কর্মক্ষেত্রে নারী অধিকার নিশ্চিতের দাবিতে সমাবেশ-মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
কর্মক্ষেত্রে নারী অধিকার নিশ্চিতের দাবিতে সমাবেশ-মানববন্ধন কর্মক্ষেত্রে নারী অধিকার নিশ্চিতের দাবিতে সমাবেশ-মানববন্ধন- ছবি- শাকিল

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন নারী ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মস্থলে নারী শ্রমিকের নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং নারী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। 

এসব দাবিতে বিভিন্ন নারী ও শ্রমিক সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও ৠালি করে।  

মঙ্গলবার (০৮ মার্চ) সকালে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান (১৯ নং ধারা) বাতিল, নারী-শিশু নির্যাতন বন্ধ, নারীর সমাজিক মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে।

এ মানববন্ধন ও সমাবেশ থেকে আন্তর্জাতিক নারী দিবসের চেতনায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সামসুন্নাহার জ্যোসনা, রুখসানা আফরোজ আশা, মুক্তা বাঢ়ৈ প্রমুখ। কর্মক্ষেত্রে নারী অধিকার নিশ্চিতের দাবিতে সমাবেশ-মানববন্ধন

একই সময় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। কর্মস্থলে নারী শ্রমিকের নিরাপত্তা ট্রেড ইউনিয়ন এবং নেতৃত্বে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধন ও সমাবেশ থেকে।  

এতে বক্তব্য রাখেন সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, নাহিদুল হাসান, মমতাজ বেগম শামীমা সুলতানা প্রমুখ।  

শ্রমিক অধিকার ও নিরাপত্তা সুরক্ষা ফোরামের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশ থেকে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে যৌন হরয়ানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের আবাসন নিশ্চিতের দাবি জানানো হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন, লাভলী ইয়াসমিন, অ্যাডভোকেট রফিকুল আলম, ফিরোজা বেগম প্রমুখ।  

এদিকে হাইকোর্টের রায়ের ভিত্তিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইনের দাবিতে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিএলএফ) সমাবেশ ও মানববন্ধন করে।  

এ সমাবেশ থেকে বলা হয়, দেশে প্রায় দেড় কোটি নারী বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করেন। কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বাড়ছে। এসব স্থানে নারীরা বিভিন্ন ধরনের হয়রানি বিশেষ করে যৌন হয়রানির শিকার হয়।  

হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায়কে আইনে পরিণত করার দাবি জানানো হয়।  
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।