ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি নজরদারি বাড়াতে বললো র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি নজরদারি বাড়াতে বললো র‌্যাব র‌্যাবের অভিযানে আটকরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: সারাদেশে মানবপাচার বন্ধে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি নজরদারি বাড়াতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে র‌্যাব।

বুধবার (৮ মার্চ) দুপুরে কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া উইংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, মানবপাচার বন্ধে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি নজরদারি বাড়ানো প্রয়োজন।

কারণ ভুয়া রিক্রুটিং এজেন্সিগুলো দালালের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে বিদেশে পাচারের জন্য জনবল সংগ্রহ করে।

এসময় ভুয়া রিক্রুটিং এজেন্সিগুলো বন্ধে তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, সারাদেশে প্রচুর সংখ্যক মানবপাচারকারী গ্রুপ সক্রিয়। এরা মূলত হতদরিদ্র, সাধারণ মানুষ এবং যারা কম আয়ে বিদেশে যেতে চায় তাদের টার্গেট করে।    

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, বিদেশে পাচারের পরে ভিকটিমদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তাদের উপর করা হয় অমানবিক অত্যাচার। এমনকি হত্যার শিকারও হন অনেকে। অবৈধ রিক্রুটিং এজেন্সি ও দালালদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১০ জন ও লিবিয়ায় পাচার হওয়া ২৭ জনকে উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ২৪ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।