বুধবার (০৮ মার্চ) রাজধানীর বেনবেইস কার্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষা ক্ষেত্রে এসডিজি-২০৩০ শীর্ষক আলোচনা ও বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো।
আবুল কালাম আজাদ বলেন, শিশুদের শিক্ষার আওতায় আনা ও ঝরে পড়া রোধে আমরা অনেক সফলতা অর্জন করেছি। কিন্তু শিক্ষার মান নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আরো কাজ করতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিশ্বের সব দেশ এসডিজি অর্জনে কাজ করছে, আমাদেরও কাজ চলছে। কাজের অগ্রগতিও আশাব্যাঞ্জক। লক্ষ্য অনুযায়ী কর্ম পরিকল্পনা সাজালে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো।
এজন্য চলতি মাসের মধ্যেই একটা কর্ম পরিকল্পনা তৈরির তাগিদ দেন তিনি।
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বোই’- এমন মানসিকতা নিয়ে এগিয়ে গেলে পৃথিবীর কোনো শক্তিই আমাদের থামিয়ে রাখতে পারবে না- বলেন আবুল কালাম আজাদ।
এ সময় বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬ এর সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউনেস্কো ব্যাংককের প্রতিনিধি মাকি হায়াসিকাওয়া।
এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহবার হোসাইন, ইউনেস্কো বাংলাদেশের প্রধান বিয়ারটিস কার্লুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
পিএম/এসএইচ