ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আন্তজার্তিক নারী দিবসে র‌্যালি-সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
খাগড়াছড়িতে আন্তজার্তিক নারী দিবসে র‌্যালি-সভা খাগড়াছড়িতে আন্তজার্তিক নারী দিবসে র‌্যালি-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ‘নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এ স্লোগানে খাগড়াছড়িতে আন্তজার্তিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (০৮ মার্চ) সকালে খাগড়াছড়ি টাউন হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এসএম সালাহ উদদীন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ এলিশ শরমীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই নারীর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধিতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।