বেনাপোল সীমান্তে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ-ছবি: বাংলানিউজ
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে পাচারকারীদের ধাওয়া করে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (০৮ মার্চ) সকাল ১১টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ ফেনসিডিল জব্দ করে।
বিজিবি জানায়, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসবে খবর পেয়ে বিজিবি সদস্যরা ইছামতি নদীর ধারে ওৎ পেতে থাকে।
একপর্যায়ে এক যুবক মাথায় করে একটি বস্তা নিয়ে এপারে আসার চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। এসময় ওই যুবক মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ১৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, জব্দকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।