বর্তমানে রবিউল দ্বিতীয় স্ত্রী পুনম শারমিনকে নিয়ে উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। বারিধারা এলাকায় লেক্সাস অটোমোবাইল নামে পুরাতন গাড়ির শোরুম আছে তার।
উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) শাহ ফরিদ বাংলানিউজকে জানান, গত রাত ৩ টার দিকে তার স্বামী-স্ত্রী বাইরে থেকে ওই বাসায় আসেন। এসময় ভেতরে থাকা কাজের বুয়াকে অনেক ডাকাডাকি করেও সাড়া-শব্দ না পেয়ে ছাদে গিয়ে জানালা দিয়ে ডাক দেওয়ার সময় পা পিচলে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভোর ৫ টার দিকে মরদেহ উদ্ধার করে সব অনুষ্ঠানিকতা শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শাহ ফরিদ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এজেএস/ওএইচ/