ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে যাত্রী ছাউনি উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ধুনটে যাত্রী ছাউনি উদ্বোধন যাত্রী ছাউনির উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এজিএম বাদশাহ/ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তিনমাথা মোড় পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ নবনির্মিত এ ছাউনির উদ্বোধন করেন।

এ সময় ধুনট পৌরসভার কাউন্সিলর সোলাইমান আলী, আলী আজগর মান্নান, রনজু মল্লিক, ফজলুল হক সোনা, রেনুকা খাতুন, শিল্পী খাতুন, আলেকা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম, মনোয়ার হোসেন লিটন, যুবলীগ নেতা ফিজার হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান, শামীম আহম্মেদ, ঠিকাদার নুরুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন।



বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।